ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
রাজধানীর যেখানেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যুবলীগ দক্ষিনের লাল-সবুজের বর্নিল উপস্থিতি সেখানেই।

তৃণমূল পর্যায় থেকে আবারও নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজানো এবং ‘সাংগঠনিকভাবে দলকে আরও মজবুত করে গড়ে তোলা হবে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯ ২০:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯ ২০:৪৮

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রাস্ট্রনায়ক শেখ হাসিনা দলের কার্যনির্বাহী ও উপদেষ্টা মন্ডলির সভায় অংশ নিতে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে দলিয় নিতিনির্ধারণ বিষয়ে বর্ধিত সভায় আগমন উপলক্ষে, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর বিপ্লবী সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী লাল সবুজের গেঞ্জী ,টুপি ও জাতীয় পতাকা নিয়ে প্রিয়নেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তৃণমূল পর্যায় থেকে আবারও নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে দলকে আরও মজবুত করে গড়ে তোলা হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের সঙ্গে যৌথসভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ তথ্য জানান।

আগামী বছর থেকে ‘মুজিব বর্ষ’ উদযাপনে জাতীয় ও দলীয়ভাবে ব্যাপক কর্মসূচি নেয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ একসঙ্গে বসেছি। পাশাপাশি আমরা আরও একটি কাজ করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রেসিডিয়াম সদস্য এবং কার্যকরী সংসদের সমন্বয়ে আমরা আট বিভাগে আটটি কমিটি গঠন করেছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই কমিটির দায়িত্ব থাকবে সংগঠনকে একেবারে তৃণমূল পর্যায় থেকে ঢেলে সাজানো, গড়ে তোলা। কোথায় কমিটি আছে না আছে সেগুলো দেখা এবং সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে মজবুত করে গড়ে তোলা। সেটাই আমাদের লক্ষ্য।’

শেখ হাসিনা আরও বলেন, ‘সাধারণত রাষ্ট্র পরিচালনায় গেলে অনেক সময় মানুষের কাছে সরকারের জনপ্রিয়তা হ্রাস পায়। সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায়। কিন্তু আল্লাহর রহমতে আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে জনগণের আস্থা-বিশ্বাস আমরা অর্জন করেছি। বরং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।’

এর আগে
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রাস্ট্রনায়ক শেখ হাসিনা দলের কার্যনির্বাহী ও উপদেষ্টা মন্ডলির সভায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আসার সময়, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর বিপ্লবী সভাপতি যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী প্রিয়নেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা,হারুনুর রশিদ,মুহাম্মদ মাহবুবুর রাহমান পলাশ, মহসীন মাহমুদ,
এনামুল হক আরমান, মুরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, যুগ্ন সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মন্ডলির সদস্য এমদাদুল হক,শাহনাজ পারভীন হীরা, সৈয়দ মাসুদ হাসান রুমি, সৈয়দ মার্শিদ শুভ,আশিকুর রহমান নাদিম,খন্দকার আরিফুজ্জামান, আলতাফ হোসেন সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের হাজার হাজার নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন: