
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে ধর্ষণ করে পৈশাচিকভাবে পুড়িয়ে হত্যাকান্ডে যুক্ত সকলের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ। বিভাগের শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এই বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডঃ আবুল বারকাত, বিভাগের শিক্ষক ডঃ দিলরুবা শারমিন, ডঃ লোপামুদ্রা মালেক, জনাব নাসিয়া জামান, জনাব শিবলী নোমান এবং বিভাগের রিসোর্স পারসন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ শফিকুজ্জামান প্রমুখ।
জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাত বলেন, সমাজের সাধারণ মানুষ তাদের সন্তানদেরকে যখন শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠান তখন তারা মনে করেন শিক্ষকগনই তাদের বাবা-মা। সেই শিক্ষক যখন হত্যাকারী হয় অর্থাৎ রক্ষকই যখন ভক্ষক এর ভূমিকায় অবতীর্ন হয় তখন এর চাইতে মারাত্মক আর কিছুই হতে পারে না। আমরা এই ঘটনার দৃষ্টান্তমুলক বিচার চাই। নুসরাতের হত্যার মূল পরিকল্পনাকারী সিরাজউদ্দৌলা ও তার সাথে সহযোগী উভয়ই মাদ্রাসার শিক্ষক,পুলিশী তদন্তের মাধ্যমে অনেক খবর গনমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টিকে আরো গভীরভাবে পর্যালোচনার পরামর্শ দেন প্রফেসর ড. বারকাত। একটি দেশে যখন একটি ছাত্র অথবা ছাত্রী, বিশেষকরে নারীকে পুড়িয়ে মারা হয় তখন আমাদের মত মানুষকে ভাবার প্রয়োজন হয়ে দাড়ায় । প্রফেসর ড. বারকাত আরো বলেন, আমি দৃষ্টান্তমূলক বিচার বলতে যারা নুসরাতকে হত্যা করেছে বা হত্যার সাথে সম্পৃক্ত তারা সকলে যখন সর্বোচ্চ দন্ডে দন্ডিত হবে তখন বোঝা যাবে যে, একটি সভ্য সমাজের লক্ষন আমাদের মধ্যে দেখা দিয়েছে। কারন যা ঘটছে বা ঘটেছে তার বড় অংশই আমাদের কাছে অজানা।
বিভাগের রিসোর্স পার্সন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান সহ বিভাগের উপস্থিত সকল শিক্ষকগন নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং বলেন যে, শাস্তি এমন হোক যাতে এধরনের অন্যায়ের পুনরাবৃত্তি আর না ঘটে, বিশেষ করে উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধনের প্রথমাংশের পরিসমাপ্তি ঘটে।
মানববন্ধনের দ্বিতীয়াংশে ছাত্র-শিক্ষকগন ব্যানারসহ একটি মৌনমিছিলে অংশ নেন। মৌনমিছিলটি কলাভবন ঘুরে মধুর ক্যান্টিন হয়ে জাপানিজ স্টাডিজ বিভাগে শেষ হয়। নুসরাত হত্যার এই প্রতিবাদ আমরা অক্ষুন্ন রাখব যতক্ষন না সঠিক বিচার হয়। এই প্রতিক্ষার মধ্য দিয়ে শেষ হয় মানববন্ধন।
আপনার মূল্যবান মতামত দিন: