
রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য (২১)। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহমিদা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে কল্যাণপুরের বাসা থেকে বের হন। বাসার সামনে থেকে রাইড শেয়ার উবারের একটি মোটরসাইকেলে চড়ে রওনা দেন। এরপর শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে পৌঁছালে কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় আহত মোটরসাইকেলচালককে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
শেরেবাংলা নগর থানা-পুলিশের উপপরিদর্শক প্রবীর রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: