
ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়ের পর দু’দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ আশা প্রকাশ করেন।
কাদের বলেন, মোদি সরকারের গত শাসনামলে অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে। মোদি সরকারের সাহসিকতা ও বিচক্ষণতার প্রমাণ দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান।
তিনি বলেন, আমারা জাতীয় ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনায় বসেছিলাম। সামনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু বর্ষ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া দলের জাতীয় সম্মেলন তরান্বিত করতেও আলোচনা হয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সম্মেলনে ত্যাগীদের প্রাধান্য দেয়া হচ্ছে। আর দলে যাতে অনুপ্রবেশকারী বা মুক্তিযুদ্ধ বিরোধীরা ঢুকতে না পারে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। এজন্য সারাদেশে ৮টি টিম কাজ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: