odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সংসারত্যাগী সলিট রাজনৈতিক কর্মী বঙ্গবন্ধুর ইন্দিরা এখন প্রতি মন্ত্রী

gazi anwar | প্রকাশিত: ১৪ July ২০১৯ ০৩:৪৭

gazi anwar
প্রকাশিত: ১৪ July ২০১৯ ০৩:৪৭

বঙ্গবন্ধুর দেওয়া নাম ‘ইন্দিরা’, এবার ছাত্রলীগ থেকে মন্ত্রী তিনি

 


ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছিলেন ফজিলাতুন্নেসা ইন্দিরা। এবার মন্ত্রী হয়েছে, আওয়ামী লীগের বর্তমান মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য। এর আগে তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শিক্ষাজীবনে ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। ছাত্র রাজনীতি করার সময় ইডেন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে মনোনয়ন নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় ছাত্র সংসদ নির্বাচনে জাসদের একক আধিপত্য ছিল। ১৯৭৩-৭৪ সালে ফজিলাতুন্নেসা ইন্দিরা ইডেন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন। সে সময় অধিকাংশ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জাসদ থেকে নির্বাচিত হচ্ছিল।

ফজিলাতুন্নেসা ইন্দিরা ইডেন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুও খুশি হয়েছিলেন। তখন তার চুলের কাটিং ছিল ইন্দিরা গান্ধীর মতো। ওই সময় বঙ্গবন্ধু তার মাথায় হাত দিয়ে দোয়া করেন এবং বলেন, ‘আজ থেকে তোর নাম ইন্দিরা।’

ছাত্রজীবন শেষে কিছুদিন বিদেশে অবস্থান করেন। পরে দেশে ফিরে কৃষক লীগে যোগ দেন তিনি। কৃষক লীগের রাজনীতি করা অবস্থায় তিনি মহিলা আওয়ামী লীগে যোগ দেন। দীর্ঘদিন মহিলা আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেন। ২০০৩ সালে মহিলা আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে ফজিলাতুন্নেসা ইন্দিরা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে ফজিলাতুন্নেসা ইন্দিরা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া তিনি নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ফজিলাতুন্নেসা ইন্দিরা যুক্তরাষ্ট্রে চলে যান। ১৯৮১ সালে নেত্রী দেশে ফেরার পর ইন্দিরাও দেশে ফেরেন। তখন তিনি কৃষক লীগে যোগ দেন। মহিলা আওয়ামী লীগে যোগ দেয়ার আগে তিনি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। দলের জন্য তিনি নিবেদিত প্রান। আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

, শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফজিলাতুন্নেসা ইন্দিরা মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেন



আপনার মূল্যবান মতামত দিন: