ঢাকা | বৃহঃস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
যারা আহমেদ শরীফ কে প্রধান মন্ত্রীর কাছে নিয়ে গেছেন তারা কি পারেনা

সাইফ আল মামুন,, অনলাইনে এক বীরযোদ্ধার নাম। এক প্রতিবাদী কন্ঠস্বরের নাম

gazi anwar | প্রকাশিত: ২০ জুলাই ২০১৯ ১৮:৪৭

gazi anwar
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯ ১৮:৪৭

সাইফ আল মামুনের ৩ এতিম বাচ্চা

যারা আহমেদ শরীফ কে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে নিয়ে গেছে তাদের কাছে অনুরোধ তারাকি সাইফ আল মামুনের বিধবা বউকে এবং এতিম তিন শিশু বাচ্চাদের জন্য প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করবে, না শুধু জামাত শিবির কে সাহায্য করবে? 

সাইফ আল মামুন,, অনলাইনে এক বীরযোদ্ধার নাম।
এক প্রতিবাদী কন্ঠস্বরের নাম - সাইফ আল মামুন।
তরুন প্রজন্মের অনুপ্রেরণা। জামাত-শিবির, বিএনপি'রঅপপ্রচারের জবাব দিয়ে গেছেন,, মৃত্যুর দিন পর্যন্ত। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক ছিলেন তিনি।

 সাইফ আল মামুনের বিধবা স্ত্রী 

মরনব্যাধী ক্যান্সারে আকালে ঝড়ে গেল,, এক আর্দশবান কর্মী।
তিনি ফেনী জেলার অধিবাসী। তরুনী স্ত্রী আর তিনটি সন্তান রেখে চলে গেছেন পরপারে।
হেদায়েতুল ইসলাম বাদলের নেতৃত্বে,, বোট পরিবার সাইফ আল মামুনের চিকিৎসার সাহায্যের্থে ৫০ হাজার টাকা সামান্যে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলো। প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। সহৃদয়বান আরো অনেকেই এগিয়ে এসেছিলো,, কিন্তুু মরনব্যাধী ক্যান্সার কে তিনি পরাজিত করতে পারেনি। অকালে মৃত্যুর স্বাদ তাঁকে গ্রহন করতে হয়েছে।

তিন সন্তানসহ তার স্ত্রী এখন দুঃসহ জীবন পার করছে।
অবুঝ শিশুগুলোর কথা মনে করলেই,, বুকটা ধরপড় করে ওঠে।

একজন মুজিবাদর্শের সৈনিক হিসেবে,, সাইফের সন্তান'দের জন্যে আমাদের এগিয়ে আসা উচিত বলে মনে করি।

 



আপনার মূল্যবান মতামত দিন: