ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

একই পরিবারের পাঁচ জঙ্গি রাজধানীর রুপনগর থেকে আটক

gazi anwar | প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯ ১৮:১৬

gazi anwar
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯ ১৮:১৬

 

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে একই পরিবারের পাঁচ জঙ্গি সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
আটককৃতরা হচ্ছে, আহম্মদ আলী, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া, সালমা ও আসমা ফেরদৌস। এরমধ্যে আটক আহম্মদ আলী সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছে।
এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মো. সোলায়মান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। অভিযানের সময় তারা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর আক্রমণ করে। এসময় জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।
তিনি আরো জানান, অভিযানে সেখান থেকে দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তিকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখানে বিস্ফোরণের ধ্বংসাবশেষের আলামত উদ্ধার করা হয়।
পুলিশ সুপার সোলায়মান বলেন, তারা এক দশকের বেশি সময় ধরে রূপনগরের ওই বাড়িতে বসবাস করে আসছিলো।



আপনার মূল্যবান মতামত দিন: