
ফেসবুক ভিত্তিক সামাজিক বিনোদন মুলক গ্রুপ
বগুড়ার শেরপুরে কাঁচের
দেয়াল গ্রুপের পুরস্কার
বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে ফেসবুক ভিত্তিক সামাজিক বিনোদন মুলক গ্রæপ কাঁচের দেয়াল
গ্রæপের সাপ্তাহিক ফ্রি ডে ফটো কন্টেষ্টপুরস্কার বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার রাত্রি ৯টায় রনবীরবালা ঘাটপার এলাকায় ফেসবুক ভিত্তিক সামাজিক
বিনোদন মুলক গ্রæপ কাঁচের দেয়াল গ্রæপের সাময়িক কার্যাললে প্রথম বিজয়ী
দৈনিক আজকালের খবর পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক বিজয় বাংলার
সি: ষ্টাফ রিপোর্টার ওয়াদুদ এর হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ আলী হাসপাতালের
অফিস সহকারী ও কাঁচেদ দেয়াল গ্রæপের চীফ এ্যাডমিন সুলতান মাহমুদ। এ সময়
উপস্থিত ছিলেন এ্যাডমিন এস এম ওয়াসিম, তাজুল ইসলাম, আ: ওহাব, আমিনুল
ইসলাম, সাইফুল, সবুজ, আহাদ, নুর মোহাম্মদ, শরীফ, মিল্লাত আসাদুলসহ দ্বিতীয়
বিজয়ী রাজু আহম্মেদ, জেনিথ কোচিং সেন্টারের পরিচালক ফারুক আহম্মেদ
প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: