ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জাতির পিতার প্রতিকৃতি প্রধান বিচারপতির এজলাসে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯ ১৮:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯ ১৮:০৪

 

ঢাকা, ১ অক্টোবর, ২০১৯ মঙ্গলবার : প্রধান বিচারপতির এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির উপস্থিতিতে আপিল বিভাগে জাতির পিতার প্রতিকৃতি টানানো হয়।
এ সময় সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনসহ সুপ্রিমকোর্ট প্রশসানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি সকাল সাড়ে ১১টায় এজলাস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করেন।
এর আগে এক রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট দুই মাসের মধ্যে সারাদেশের প্রতিটি আদালতকক্ষ/এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে হাইকোর্ট নির্দেশ দেয়।
এ আদেশের পর ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট সুবীর নন্দী দাসের রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে, এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেশের সব আদালতের এজলাস/কোটরুমে আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি টাঙ্গানো ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।
এ অবস্থায় অধঃস্তন আদালতের সব এজলাস/কোর্টরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নির্দেশনা অনুযায়ি সুপ্রিম কোর্ট প্রশাসন আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: