ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দুই বিচারকের সাক্ষ্য গ্রহণ হলি আর্টিজান মামলায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯ ১৯:১৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯ ১৯:১৫

 

ঢাকা, ৭ অক্টোবর, ২০১৯ সোমবার : রাজধানীর গুলশান এলাকায় ২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় দায়েরকৃত মামলায় আজ দুই বিচারকের সাক্ষ্য গ্রহণ করেছে সন্ত্রাস বিরোধী বিশেষ আদালত।
সাক্ষীরা হলেন, ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আহসান হাবিব ও গোলাম নবী।
ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুলালের বিচারক মো. মুজিবুর রহমান আজ তাদের সাক্ষ্য গ্রহণ করেন এবং আগামী ১৩ অক্টোবর পরবর্তী শুনানীর দিন ধার্য করেন। এ নিয়ে এই মামলার ১১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০১৬ সালের ১ জুলাই ওই ক্যাফেতে হামলা ঘটনায় জঙ্গিরা ২০ জন নির্দোষ মানুষকে হত্যা করে। তাদের বেশির ভাগই বিদেশি নাগরিক ছিলেন। সেসময় তাদের উদ্ধারের চেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তাও মারা যায়।
পরে, এক কমান্ডো অপারেশনে ৫ জঙ্গি নিহত হয়। এবিষয়ে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ।
মামলায় জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে রাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদের বিরুদ্ধে ২০১৮ সালে ২৬ নভেম্বর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: