ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রীর দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানের নির্দেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯ ১৯:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯ ১৯:৫৬

 

ঢাকা, ৯ অক্টোবর, ২০১৯ বুধবার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ নিয়েছেন।
চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী পরিষদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল এবং তাদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষার ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি পেশ করেন।
এছাড়া তারা দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের ৬৪ জেলায় রিসোর্স টিচার হিসেবে নিয়োগ দেয়ারও দাবি জানান।
প্রতিনিধি দল ২০১২ সালে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগ দান, তাদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা এবং তাদের নিয়োগকর্তাদের কর অবকাশ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন ও জনপ্রশাসন সচিব ফায়েজ আহমেদ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: