ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

কৃষক হত্যা মামলায় কুষ্টিয়ায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদন্ড

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯ ১৮:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯ ১৮:২৭

কুষ্টিয়া, ১৬ অক্টোবর, ২০১৯ বুধবার  : কুষ্টিয়ায় কৃষক হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ এক আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের শ্যামল প্রামানিক (৪০), আসমত আলী মন্ডল (৪৩), নিহতের ভাইপো মুকুল হোসেন (৩৮) এবং নিহতের ২য় স্ত্রী দোলেনা বেগম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ এপ্রিল সকালে ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মাঠ থেকে কৃষক হানিফ খামারুজের লাশ উদ্ধার করে পুলিশ।
আগের দিন রাতে কে বা কারা শাসরোধ ও কুপিয়ে হত্যা করে তার লাশ সেখানে ফেলে রাখে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় নিহতের ১ম স্ত্রীর ছেলে আমিনুল ইসলাম আলী বাদি হয়ে ভেড়ামার থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১৫জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌসুলি এডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমান শেষে আজ এ রায় ঘোষনা করা হয়।
তিনি জানান, সম্পত্তির ভাগ বাটরা ও পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: