বিতর্ক যেন শবনম ফারিয়ার পিছুই ছাড়ছে না। কখনো তিনি ঠোঁটকাটা স্বভাবের জন্য বিতর্কিত হচ্ছেন। আবার কখনো ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়ছেন। তবে শবনম ফারিয়া থেমে থাকার পাত্রী নন। মন্তব্যের বিপরীতে মন্তব্য করাটা স্বভাবে পরিণত হয়েছে তার।
সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন শবনম ফারিয়া। সেখানে তার ফলোয়ার মজা করে লিখেছেন, ‘বইন ওপর তলা (স্তন) কিভাবে বড় করেছেন, ভাড়া দিলে জানিয়েন।’
এমন মন্তব্য রীতিমতো আগ্রাসী হয়ে যান তিনি।
প্রতি উত্তরে লেখেন, আমা'র জামাইকে কি আপনার অক্ষম মনে হয়? বিয়ে হয়েছে ছয় মাস, একটু যদি পরির্তন না হয় তাহলে বিয়ে করাই বৃথা।
আপনার মূল্যবান মতামত দিন: