

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রানাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এরই মধ্যে গত রোববার গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন যুবলীগের প্রেসিডিয়াম, যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক। ওই বৈঠকে চয়ন ইসলামকে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির নেতারা মঙ্গলবার বিকালে প্রথম বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানেই এই যুবলীগ দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাইনুদ্দিন রানাকে দায়িত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাইনুদ্দিন রানা বলেন, আজ (মঙ্গলবার) আমাকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
দক্ষিণের বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরবর্তী কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শুধু জাতীয় কংগ্রেসের প্রস্তুতি নিতে বলা হয়েছে। অন্য কিছু নয়। আমরা জাতীয় কংগ্রেসকে সফল করার লক্ষ্যে কাজ করবো।
আপনার মূল্যবান মতামত দিন: