ঢাকা, ২৭ অক্টোবর, ২০১৯ রবিবার : রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে
অবৈধ মিনিবারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সেখান থেকে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. খুরশিদ আলম বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গুলশান-২ এর ৫৭ নম্বর রোডে ১১/এ হোল্ডিংয়ে আজিজ মোহাম্মদের বাসায় মদের মিনি বারে অবৈধ মাদক বিক্রি ও সেবন করা হয়। আমরা অভিযানে এসে বাড়ির ছাদে একটি মিনি বারের সন্ধান পাই। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এই ভবনে অভিযান চালিয়ে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জাম কয়েন, কার্ড ও গুটি উদ্ধার করা হয়।এসময় বাসার কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।
খুরশিদ আলম বলেন, আজ বিকেল সাড়ে ৪টা থেকে এই অভিযান শুরু হয়েছে। পরে পাশের একটি ভবনে অভিযান চালানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: