odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫

অভিনেত্রী মিথলার ঘ`নিষ্ঠ মু`হূর্তের অস্বাভাবিক ভিডিও কল ভাইরাল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ November ২০১৯ ২০:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ November ২০১৯ ২০:৫৭

 

নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলার ঘ`নিষ্ঠ মু`হূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে

ছবিগুলো ‘অস্বাভাবিক মনে হচ্ছে না’ মিথিলার কাছে।সোমবার (৪ নভেম্বর) ফেসবুকের একটি গ্রুপে ছবিগুলো পোস্ট করা হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

এ নিয়ে পরে একটি গণমাধ্যম মিথিলাকে ফোন করলে তিনি বলেন, ‘এটা অস্বাভাবিক কোনো ছবি না।’ এই কথা বলেই নাকি কলটি কেটে দেন তিনি।এদিকে আজ আবার

ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে লাইভ ভিডিও চ্যাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ছবি নিয়েই চলেছে না আলোচনা।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সেরা ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায়ও সবার চেয়ে বেশি স্কোর তার। বিপ টেস্টে অন্যরা যেখানে ১০-১১

স্কোর তুলতে ঘাম ছুটিয়ে ফেলেছেন সেখানে তামিমের স্কোর ছিল ১২.১। তখন থেকেই অনেকেরই মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তামিমের ফিটনেসের রহস্য কী? এবার

ফিটনেসের রহস্য তুলে ধরলেন তামিম।আজ ৫ নভেম্বর মঙ্গলবার তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিও শেয়ার করে তামিম লিখেছেন, ‘কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি-এটা সব সময় প্রযোজ্য না হলেও কেউ একজন সব সময় সে চেষ্টা করতে পারেন…।’এদিকে সেই

ভিডিওটিতে দেখা যায়, তামিম একজন বিদেশি প্রশিক্ষকের তত্ত্বাবধানে শরীরচর্চা করছেন। এ সময় তাকে ট্রেডমিলে দৌঁড়ানো, ভারত্তোলন, প্রশিক্ষকের সঙ্গে রেসলিং

করতে দেখা যায়।তাছাড়া ভিডিওটিতে আরও দেখা যায়, তামিম ইকবাল নিজেকে ফিট রাখতে ‘এক্সারসাইজ বাইক’ চালাচ্ছেন, রশি টানছেন, রেজিটেন্স ব্যান্ড লাগিয়ে

দৌঁড়াচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: