-2019-11-09-18-28-23.jpeg)

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বাবরি মসজিদ মামলার রায় চলছে। আজ এই মামলার রায় ঘোষণা করছে ভারতীয় সুপ্রিম কোর্ট। পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে রায়দান শুরু করেছে ৷অযোধ্যাতেই সুন্নিদের বিকল্প পাঁচ একর জমি দেবে কেন্দ্র বা রাজ্য সরকার।
ভিতর ও বাইরের চত্বরের মালিকানা থাকবে ট্রাস্টের হাতে। বিতর্কিত জমির মালিকানা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। তিনমাসের মধ্যে কেন্দ্রকে একটি ট্রাস্ট বোর্ড গঠন করতে হবে। বিকল্প জমি দেওয়া হবে মুসলমানদের। মুসলিম সম্প্রদায় বিতর্কিত জমির উপর নিজেদের মালিকানার দাবি প্রমাণ করতে পারেনি।
বিতর্কিত জমিকে সম্পূর্ণ একটি কাঠামো হিসেবে গণ্য করা হবে ৷ বাবরি মসজিদ ফাঁকা জমিতে তৈরি হয়নি ৷ বিশ্বাসের উপর নির্ভর করে আইন হয় না। বিতর্কিত এলাকায় প্রার্থনা করতেন মুসলিমরা । সেই অধিকার কেড়ে নিতে পারি না, বলল পাঁচ বিচারপতির বেঞ্চ ।
মসজিদের নিচের স্থাপত্য ইসালামিক নয় ৷ এইএসআই র রিপোর্টকে স্বীকৃতি । নির্মোহী আখড়া সেবায়েত নয় ৷ নির্মোহী সংগঠনের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট ৷শিয়া সংগঠনের আবেদন খারিজ করল পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ৷অযোধ্যার বহু বিতর্কিত জমি মামলার সর্বসম্মত রায় ঘোষণা করছে শীর্ষ আদালত ৷
সূত্র : ইটিভি ভারত
আপনার মূল্যবান মতামত দিন: