
ভোরে রাজধানীর খিলক্ষেতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি শটগান, ১০টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র্যাবের দাবি, নিহত মিন্টু মাদককারবারি। র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গোপন খবর পেয়ে খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযানে যান র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একদল চোরাকারবারি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের গোলাগুলিতে মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে কুখ্যাত মাদককারবারি ও অস্ত্র ব্যবসায়ী মিন্টুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: