odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

স্পেন যাবেন প্রধানমন্ত্রী পহেলা ডিসেম্বর

odhikar patra | প্রকাশিত: ২৮ November ২০১৯ ০০:৪০

odhikar patra
প্রকাশিত: ২৮ November ২০১৯ ০০:৪০

মাদ্রিদে স্পেনের রাজধানী ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ ২৫) যোগ নিতে আগামী রোববার (পহেলা ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তত ২৫ দেশের সরকার প্রধানরা ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০ দেশের পররাষ্ট্র বা পরিবেশমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতাদের সামনে উদ্বাস্তু সমস্যা তুলে ধরবেন। তিনি স্পেনে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন। সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৩ ডিসেম্বর।

বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কনফারেন্স অব পার্টির এই অধিবেশন চলবে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে মিয়ানমার সফরে যাচ্ছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনা প্রধানের এই সফরকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘মিয়ানমার আমাদের শত্রু দেশ নয়, বন্ধু দেশ। মিয়ানমারের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশর সেনাপ্রধান মিয়ানমারে গেলে বাংলাদেশের মঙ্গল হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার নতুন দ্বার উন্মেচন হবে। রোহিঙ্গা ফেরাতে যত ধরণের চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

জেনারেল আজিজ আহমেদ গত রোববার কক্সবাজারের রামু সেনানিবাসে ৬টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছেন, আগামী মাসে মিয়ানমার সঙ্গে সর্ম্পক উন্নয়নের জন্য; সফর করবেন তিনি। ওখানে দুইদেশের নানা বিষয়ে আলোচনা হতে পারে।

সেনাপ্রধান বলেন, ‘মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা প্রতিবেশীদের সাথে সব সময় ভালো সর্ম্পক বজায় রাখতে চাই। ওটা আমাদের জাতীয় নীতিরও অংশ।’



আপনার মূল্যবান মতামত দিন: