
শনিবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় কচির। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ঢাকা মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং পােশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহ সভাপতি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
এস এম মান্নান কচি ১৯৮৩-৮৪ সালে বৃহত্তম মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ আগের কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন কচি।
আপনার মূল্যবান মতামত দিন: