odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

মুন্সীগঞ্জে নতুন করে ১১ জন করোনা শনাক্ত।

ahsanul islam | প্রকাশিত: ২৯ May ২০২০ ০৫:০৪

ahsanul islam
প্রকাশিত: ২৯ May ২০২০ ০৫:০৪

মুন্সীগঞ্জে নতুন করে ১১ জন করোনা শনাক্ত।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে নতুন করে ১১ জন করোনা শনাক্ত হয়েছে এবং ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬২৫ জনের।

এর মধ্যে মারা গেছেন ১৯ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৮৫ জন।মুন্সীগঞ্জ সদর উপজেলাই ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ২৭ মে পাঠানো ৫৯ জনের রিপোর্ট বৃহস্পতিবার আসে। নতুন পজেটিভ আসা ১১ জনের মধ্যে সিরাজদিখান উপজেলায় ৬ জন, জৈনসার এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন সহকারী শিক্ষকসহ তাজপুর গ্রামের ৩৫,দানিয়াপাড়া গ্রামের ৫৮,ব্রাহ্মণখোলা গ্রামের ৫০,পল্লিবিদ্যুৎ কর্মকর্তা ৩৪ এবং কোলা এলাকার ৬৫ বছর বয়সের করোনা শনাক্ত হয়েছে । আক্রন্ত ৬ জনই পুরুষ।

টঙ্গীবাড়িতে ১ জন করোনা শনাক্ত হয়েছে,টঙ্গীবাড়ি উপজেলার  হাসাইলের মহিলা (৪৩)।

লৌহজং উপজেলার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে,বেজগাঁওয়ের পুরুষ (৩৩)উপজেলা পরিষদের পুরুষ (৩৫)মাসদগাঁওয়ের পুরুষ (৫১)নওপাড়ার পুরুষ (৪৭)।

মুন্সীগঞ্জ সদরের কোন রিপোর্ট আসেনি।

এছাড়া গজারিয়া ও শ্রীনগর উপজেলায় কারও করোনা শনাক্ত হয়নি।

তিনি জানান, এই নিয়ে এ পর্যন্ত ৩৫০২ টি নমুনার রিপোর্ট আসলো। এ পর্যন্ত ৩৭৯৩টি রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে। এখনও ২৯১টি রিপোর্ট পেন্ডিং আছে।



আপনার মূল্যবান মতামত দিন: