বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বগুড়ায় দলীয় কার্যালয় দখলের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, “প্রশাসনের ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতি কোনোভাবেই প্রত্যাশিত নয়।”
রোববার (১১ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে মবের ভয় ও চাপের মুখে অনেক ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা তুচ্ছ ভুলকে অজুহাত বানিয়ে প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, নিরপেক্ষ প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের সময় যত এগোচ্ছে, ততই জাতীয় পার্টির ওপর আরও হামলা ও বাধার শঙ্কা বাড়ছে।
নির্বাচনী সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, “যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়, তাহলে জাতীয় পার্টির প্রায় ৭০টি আসনে জয় লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে।” তবে সে জন্য অবিলম্বে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।
🏛️ বগুড়ায় অফিস দখলের ঘটনায় তীব্র নিন্দা জাতীয় পার্টির, প্রশাসনের ব্যর্থতার অভিযোগ
#জাতীয়_পার্টি #শামীম_হায়দার_পাটোয়ারী #বগুড়া
#অফিস_দখল #নির্বাচন_২০২৬ #সুষ্ঠু_ভোট #বাংলাদেশ_রাজনীতি #OdhikarPatra

আপনার মূল্যবান মতামত দিন: