odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

মুন্সীগঞ্জে নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত।

ahsanul islam | প্রকাশিত: ১ June ২০২০ ২৩:১৩

ahsanul islam
প্রকাশিত: ১ June ২০২০ ২৩:১৩

মুন্সীগঞ্জে নতুন করে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃমুন্সীগঞ্জে সোমবার আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এই নিয়ে জেলায় ৭৩৩ জনের করোনা শনাক্ত হলো।সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ২৪ জন করোনায় শনাক্ত হয়েছে।সদর উপজেলায় ৫ জন,লৌহজং উপজেলায় ৫ জন,সিরাজদিখান উপজেলায় ৫জন, শ্রীনগর উপজেলায় ৯ জন। সদর উপজেলার ৫ জন হলো মালপাড়ার পুরুষ (৪৫)সরদার পাড়া পুরুষ (৪৮)মিরকাদিম পুরুষ (৩৭)কোটগাও মহিলা (২১)ইদ্রাকপুরপুরুষ (৪৮)। লৌহজং উপজেলার ৫ জন হালো ইউনও (৩৫)মহিলা (২০)পুরুষ (৩৮)লৌহজং থানা পুলিশ পুরুষ (৪০) লৌহজং থানা পুলিশ পুরুষ (৩৮)। শ্রীনগর উপজেলার ৯ জন হলো বালাসুর পুরুষ (২৯)আলামিন বাজার পুরুষ (৪৯)দক্ষিণ পাইকসার পুরুষ (৩১)কবতুর খোলা পুরুষ (৬৫)দক্ষিণ উম পাড়া পুরুষ (৬৫)বালাসুর মহিলা(২৮)বালাসুর শিশু (৬)দেলভোগ পুরুষ (২৩)মহিলা (৮) বছর। ৫ জন হলো ভাটমভোগ শিশু (৬)নিমতলা মৃত মহিলা সাধনা (৫৫)মহিলা (৫০)মহিলা ডাক্তার (৩০)ফেগুনাসার মহিলা (২৫)।



আপনার মূল্যবান মতামত দিন: