odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিনের করোনা শনাক্ত হয়েছে।

ahsanul islam | প্রকাশিত: ৯ June ২০২০ ০৫:৩১

ahsanul islam
প্রকাশিত: ৯ June ২০২০ ০৫:৩১

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিনের করোনা শনাক্ত হয়েছে

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ৮ জুন সোমবার সন্ধ্যা রাতে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়া সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এস আই জোবায়ের জানান গত কয়েকদিন আগে থেকেই করোনা বিষয়ক কিছু নমুনা যেমন কাশি ঠান্ডার মতো পূর্বাভাস দেখা দিলে সন্দেহজনক ভাবে গত বৃহস্পতিবার (৪ ) তারিখে সোয়াব টেস্ট দিলে আজ সোমবার সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিনের রিপোর্ট পজিটিভ আসে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত তিনি বাসাতেই হোম কোয়ারেন্টিনে আছেন সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন একজন সম্মুখযোদ্ধা হিসেবে করোনা প্রতিরোধে রাতদিন কাজ করেছেন অত্র উপজেলায় ।যখনই কোন করোনা রোগীর খবর পেয়েছেন সাথে সাথে সেখানে ছুটে গিয়েছেন।লক ডাউন করেছেন করোনা শনাক্তে বাড়ি।তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন। সিরাজদিখান উপজেলায় এই মহামারী করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান,করোনা পজেটিভ সংবাদ তিনি মেসেজে পেয়ে পরে নির্ধারিত জায়গা থেকে কনফার্ম হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: