odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ July ২০২০ ১৯:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ July ২০২০ ১৯:১০

 

ওয়াশিংটন, ২৫ জুলাই, ২০২০ : যুক্তরাষ্ট্রে শুক্রবার ২৪ ঘণ্টায় দ্বিতীয় দিনের মতো মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৭০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে এবং ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শনিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে নতুন করে মোট ৭৩ হাজার ৭৯৫ জন আক্রান্ত এবং ১ হাজার হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৫ হাজার ৩২৪ জনে দাঁড়ালো ।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ থেকে এ পর্যন্ত মোট ১২ লাখ ৬০ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র কখনোই তাদের দেশের করোনা আক্রান্তের প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পারেনি। দেশটিতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আলাবামা ও ফ্লোরিডার মতো রাজ্যগুলোতে
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। এতে এ দুই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ ফের জোরদার করা হয়েছে।
গত ১১ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রাত্যহিক হিসাবে নতুন আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে গত তিন থেকে চার সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পর মৃত্যু হার বেড়ে গেছে বলে বিজ্ঞানীরা অভিমত ব্যক্ত করেছেন।
জুনের শেষের দিকে প্রতিদিনের মৃত্যু সংখ্যা ৫শ’র ঘরে থাকার পর গত তিন দিন ধরে প্রাত্যহিক মৃত্যু ১ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: