odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

করোনায় আক্রান্তের হার কমেছে, বেড়েছে সুস্থতা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ August ২০২০ ২৩:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ August ২০২০ ২৩:০৬

 

ঢাকা, ৪ আগস্ট, ২০২০ : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫০তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্তের হার কমেছে। সুস্থতার হার বেড়েছে।
গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। আগেরদিন ৪ হাজার ২৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৩৫৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় এই হার ছিল ৩১ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার ৭ দশমিক শূন্য ৪ শতাংশ।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অতিরিক্ত মহাপরিচালক জানান, দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৪৪ হাজার ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩১ শতাংশ।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। গতকালের চেয়ে ৮৮৯ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৬ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৩৫ শতাংশ বেশি।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২০ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৩৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ১২৩ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ৪ হাজার ২৩৮ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৮৮৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৭১২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪ হাজার ২৪৯ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩ হাজার ৪৬৩টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: