odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে করোনায় মৃতের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ August ২০২০ ২৩:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ August ২০২০ ২৩:৩০

 

ঢাকা, ১৪ আগস্ট, ২০২০  : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৬০তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে অক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। বেড়েছে সুস্থতার হার।
গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১০ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫৯১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৫৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩০৬ জন বেশি শনাক্ত হয়েছে। গতকাল ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬১৭ জনের দেশে করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৯ দশমিক ৮৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৫৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৮৯২ জনের। গতকালের চেয়ে আজ ৮৬৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১৬২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩০৬টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

বিস্তারিত আসছে………



আপনার মূল্যবান মতামত দিন: