odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

আমেরিকানদের করোনার আরো তীব্র সংক্রমণ মোকাবেলা করতে হবে : ফাউচি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ December ২০২০ ০৩:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ December ২০২০ ০৩:৫৯

 

ওয়াশিংটন, ৩০ নভেম্বর, ২০২০ : আমেরিকানদের করোনার আরো তীব্র সংক্রমণ মোকাবেলা করতে হবে বলে সতর্ক করেছেন অ্যান্থনি ফাউচি।
‘থ্যাংকস গিভিং হলিডে’ শেষে লাখ লাখ ভ্রমণকারী ঘরে ফেরার প্রেক্ষাপটে আমেরিকার সংক্রমণ বিষয়ক শীর্ষ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি করোনার সংক্রমণ তীব্র ভাবে বেড়ে যাওয়ার বিষয়ে হুুঁশিয়ার করেন।
রোববার ফক্স নিউজ’কে তিনি আরো বলেন, ভ্রমণের কারণে করোনার সংক্রমণ নিশ্চিতভাবেই তীব্র হতে চলেছে।
ফাউচি বলেন, আগামী দুতিন সপ্তাহে আমরা সম্ভবত করোনাভাইরাসের সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হতে দেখবো।
বিশে^ করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৬৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
তবে আশার কথা হলো ফাইজার কোম্পানীর ভ্যাকসিনের প্রথম চালান তাদের বেলজিয়ামের ল্যাব থেকে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছে। কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার প্রথম তাদের টিকার কার্যকারিতা ঘোষণা দেয়। পাশাপাশি মর্ডানা ও তাদের টিকার উচ্চ কার্যকারিতার কথা জানায়।
আগামী ১০ ডিসেম্বর টিকার জরুরি ব্যবহারে ফাইজারের আবেদন অনুমোদন হওয়ার কথা। এর পরই যুক্তরাষ্ট্রে টিকা দেয়ার কাজ শুরু হয়ে যাবে।
কিন্তু তা সত্ত্বেও আগামী কয়েক মাস নিয়ে ফাউচির মতোই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা দেখভালকারী কর্মকর্তা এডমিরাল ব্রেটগিরর।
তিনি বলেন, হাসপাতালে ভর্তির ২০ শতাংশই করোনা রোগী। সত্যিকার অর্থে এটি খুবই বিপদজনক সময়।
এ প্রেক্ষিতে তিনিও ফাউচির মতো মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন



আপনার মূল্যবান মতামত দিন: