odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ December ২০২০ ০০:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ December ২০২০ ০০:০৫

 

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২০ : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৫ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৮৮৮ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ৪৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, “গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৮০৭ জনে দাঁড়াল।”
এতে আরো জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৮৮৮ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১১৮ টি ল্যাবরোটরিতে মোট ১৩ হাজার ৫৪০ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৬ দশমিক ৭০ শতাংশ।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৮২ দশমিক ৬৭ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৪৩ শতাংশ রোগী মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: