odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৭ December ২০২০ ০২:০৯

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৭ December ২০২০ ০২:০৯

 

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২০  : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আজ আরো ৩০ জন মারা গেছেন এবং নতুন করে ৮৩৪ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৬৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৪২৮ জনে দাঁড়াল।’
এতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ৮৩৪ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৮ হাজার ৯৯ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১৬৩টি ল্যাবরেটরিতে মোট ৯ হাজার ৬১২ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৬ দশমিক ৮ শতাংশ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৮ দশমিক ৬৬ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৪৬ শতাংশ রোগী মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: