odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৩ January ২০২১ ০৫:৫৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৩ January ২০২১ ০৫:৫৬

 

ঢাকা, ২ জানুয়ারি, ২০২১  : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ২৩ জন মারা গেছেন এবং নতুন করে ৬৮৪ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, ‘দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৫৯৯ জনে দাঁড়াল।’
এতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ৬৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১৮০টি ল্যাবরোটরিতে ৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৫ শতাংশ।
গত ৮মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৮৯ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: