odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বেনাপোল থানা পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

Biplob | প্রকাশিত: ২২ March ২০২১ ০০:১৩

Biplob
প্রকাশিত: ২২ March ২০২১ ০০:১৩

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে আবারোও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওসি মামুন খান। বেনাপোল পোর্ট থানা পুলিশের ৬টি বিটেও একযোগে চলছে মাস্ক ও লিফলেট বিতরণ। পাসপোর্ট যাত্রী,ইজিবাইক চালক,দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বেনাপোল থানার ওসি মামুন খান বলেন, আবারও করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানা কমিটি’র সভাপতি এনামুল হক মুকুল, বাজার কমিটি’র সাধারন সম্পাদক বজলুর রহমান,এসআই মাসুম বিল্লাহ,এসআই রোকনুজ্জামান,জুলফিকার আলী মন্টু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: