odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ না মানায় ৩৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

Biplob | প্রকাশিত: ১৯ April ২০২১ ১৮:৩৬

Biplob
প্রকাশিত: ১৯ April ২০২১ ১৮:৩৬

সোমেন মন্ডলঃ  রাজশাহীতে কঠোর ভাবে লকডাউন পালন বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে ।

কিন্তু জনোগন লকডাউনের বিধিনিষেধ না মেনে বাজার এর বের হচ্ছে।আবার পুলিশ দেখলেই টুকলি ভুকলি করে লুকিয়ে পরছে।

রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় রোববার দিনের প্রথমার্ধে ৩৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় একজনকে ৭ দিনের কারাদন্ডও প্রদান করা হয়েছে।

সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।

তিনি আরও জানান, গত শনিবার (১৭ এপ্রিল) এই আইন লঙ্ঘন করার অপরাধে মোট ৩৯ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সচেতনা সৃষ্টির লক্ষ্যে ৫২০টি মাস্ক বিতরণ করা হয়েছে।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পুরো জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: