odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সুস্থতা কামনায় সাংবাদিকদের দোয়া

Biplob | প্রকাশিত: ২০ April ২০২১ ১৪:৫৫

Biplob
প্রকাশিত: ২০ April ২০২১ ১৪:৫৫

বিপ্লব,সাভারঃ সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সুস্থতা কামনা করে সাভার প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল সোমবার বাদ আসর সাভারে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

এ সময় সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, ভোরের কাগজের রিপোর্টার ও সাভার সংবাদ সম্পাদক কামরুজ্জামান খান, জিটিভির আজিম উদ্দিন, আরটিভির জিয়াউর রহমান জিয়া, এটিএন বাংলার শেখ বাশার, এসএটিভির রূপকুর রহমান, জনকন্ঠের অঙ্গন সাহা, দেশ রূপান্তরের ওমর ফারুক, সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, সাংবাদিক সঞ্জীব সাহা, আওয়ামী লীগ নেতা আবদুল বারেক মোল্লা, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, পৌর যুবলীগ নেতা আমিনুল মোমেনিন জাপান, টুটুল সরকার পটলা, রফিকুল ইসলাম, ইউসুফ টাওয়ারের ব্যবসায়ী বাবুল সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন মাওলানা ইসরাফিল হোসেন সাভারী।

মোনাজাতে করোনা রোগে আক্রান্ত গণমাধ্যম বান্ধব নেতা সমরসহ সকলের আরোগ্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: