odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

তালেবপুর ইউনিয়নব্যাপী ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শামসুদ্দিন

Biplob | প্রকাশিত: ৬ May ২০২১ ০০:৩৪

Biplob
প্রকাশিত: ৬ May ২০২১ ০০:৩৪

এমআরআই (সিংগাইর), মানিকগঞ্জ ঃ প্রতি বছরের ন্যায় এবারও তালেবপুর৷

ইউনিয়নব্যাপী ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন।

তার পৈতৃক ভিটা তালেবপুর গ্রামের বাসা থেকে নিজ অর্থায়নে এ ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

ছোট ভাই সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ পারিবারিক সকলের সহযোগিতা ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ডের ১৫ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাংস ছাড়া সকল প্রকার খাদ্য সামগ্রী নিজ এলাকায় গাড়ি দিয়ে পৌছিয়ে দিয়েছেন।


বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম শামসুদ্দিন বলেন, এটা আমি করোনা পরিস্থিতির কারণে বিতরণ করছি না এটা আমি যুগ যুগ ধরে একইভাবে নিজ অর্থায়নে বিতরণ করে আসছি।

তিনি আরও জানান ঈদকে সামনে রেখে এই ১৫ শত পরিবার আমার দিকে সাহায্যের জন্যঅ অপেক্ষাকরে থাকে।

আমি যতদিন আল্লাহর মেহেরবানীতে বেঁচে থাকবো ততদিন এ সাহায্য করে আসবো ইনশাআল্লাহ। বিতরণ কালে তার নিজ গ্রাম তালেবপুর,কাংশা, ইসলাম নগর, বার্তা, ইরতা, নতুন ইরতা, ইরতা কাশেম পুর, কাঠাল বাগান, মশলিস পুর ও রাজেন্দ্র পুর গ্রামের প্রতিনিধিকে শত শত খাদ্য ভর্তি ব্যাগ নিতে দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহের নিগার সুলতানাকে গত কাল মোবাইল ফোনে দাওয়াত করে বিষয়টি জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: