odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সিংগাইর পৌরসভায় মানবিক সহায়তা ভিজিএফ নগদ টাকা বিতরণ

Biplob | প্রকাশিত: ১০ May ২০২১ ১০:৩১

Biplob
প্রকাশিত: ১০ May ২০২১ ১০:৩১


এফ এম ফজলু সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধিঃ সিংগাইর পৌরসভায় গত কাল ও আজ মানবিক সহায়তা ভিজিএফ এর নগদ টাকা ৩০৮১ জনের মধ্যে বিতরণে আজ দ্বিতীয় দিনেও শেষ হয়নি।

সিংগাইর পৌর মেয়র গত কাল ও আজ সর্বক্ষণ উপস্থিত থেকে নিজের তদারকিতে প্রতিজনকে ৪৫০ টাকা করে দিয়েছে।

মেয়র আবু নাঈম মো. বাশার বলেন স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করার চেষ্টায় থাকিলেও ৯ টি ওয়ার্ডের ৩ সহস্রাধিক মানুষের মাঝে বিতরণে আগামীকালও বিতরণ কাজ চালানো হবে।
আমার বরাদ্দকৃত ১৩ লাখ ৮৬ হাজার টাকা বিতরণ করা হবে।

গত কাল সকল কাউন্সিলরগণ উপস্থিত থেকে বিতরণ কাজ শুরু করেছে।

এছাড়াও মেয়র পৌরসভার ৪টি প্যাকেজের ১৪ লাখ ৯ হাজার টাকার ৫ ওয়ার্ড গোলড়া এনায়েত হোসেনের বাড়ি হতে গোলড়া কাঠাল বাগান পর্যন্ত ৪৩০ মিটার ইটের সলিং রাস্তার উদ্বোধন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: