odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বিশ্বব্যাপী কমেছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

Biplob | প্রকাশিত: ১৭ May ২০২১ ১৫:৫৩

Biplob
প্রকাশিত: ১৭ May ২০২১ ১৫:৫৩

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে টালমাটাল গোটা পৃথিবী। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। টিকা আবিষ্কার ও প্রয়োগ কর্মসূচি চালু হলেও কাটেনি আতঙ্ক। তবে খুশির সংবাদ গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ও মৃত্যু উভয়ই কমেছে।

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৫২৩ জন। একই সময়ে ৫ লাখ ৩৩ হাজার ৬৩০ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে।

সোমবার (১৭ মে) সকাল ৮টার দিকে করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী ১৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার ১৯১ জন মানুষের শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। এর মধ্যে মারা গেছেন ৩৩ লাখ ৯২ হাজার ৮৮৮ জন।

যা মোট শনাক্তের মাত্র ২ শতাংশ। আর সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৪৩৩ জন।

বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৮০৭ জন। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ৩২৯ জন অর্থাৎ ৯৯ দশমিক ৪ শতাংশের অবস্থা ভালো। এ ছাড়া ১ লাখ ২ হাজার ৪৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
নতুন শনাক্ত ও মৃত্যুর দিক থেকে সবার ওপরে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ৮১ হাজার ৮৬০ ভারতীয়দের শরীরে ভাইরাসটি শনাক্ত করা গেছে। আর নতুন করে মারা গেছে ৪ হাজার ৯২৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ওয়ার্ল্ডোমিটারের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে নতুনভাবে ১৭ হাজার ৮৩৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন। ২৮৯ নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৪৭ জনে। ওয়ার্ল্ডোমিটারের তালিকার ওপরে থাকা অন্যান্য দেশগুলো হলো, ব্রাজিল, ফ্রান্স, ইরান, ইতালি, ইউক্রেন, আর্জেন্টিনা, রাশিয়া, মেক্সিকো, জার্মানি ও তুরস্ক। আর এ তালিকায় বাংলাদেশ রয়েছে ৩৩তম স্থানে।



আপনার মূল্যবান মতামত দিন: