odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ভারতে গোবর-গোমূত্র করোনায় কাজ করে না বলাতে সাংবাদিক গ্রেফতার

Biplob | প্রকাশিত: ১৭ May ২০২১ ১৬:০০

Biplob
প্রকাশিত: ১৭ May ২০২১ ১৬:০০

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ভারতের মণিপুর রাজ্যের বিজেপি নেতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় একজন সাংবাদিক ও এক রাজনৈতিককর্মীকে গ্রেফতার করা হয়ছে।

সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিককর্মী ইরেন্দ্রো লেইচম্বমকে বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ মেতেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আদালতে তোলা হলে দুজনকে ১৭ মে অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ দুজন মণিপুর বিজেপির রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিংহের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিজেপি নেতার মৃত্যুর পর ওই সাংবাদিক ও রাজনৈতিক কর্মী লেখেন, ‘গোবর ও গোমূত্র কাজ করে না।’

এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে দুটি ভিন্ন মামলায় দুবার গ্রেফতার করা হয়েছিল। মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে।



আপনার মূল্যবান মতামত দিন: