odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

হাতিয়ায় টাকার জের ধরে ১ স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১

Biplob | প্রকাশিত: ১৮ May ২০২১ ২০:৩৬

Biplob
প্রকাশিত: ১৮ May ২০২১ ২০:৩৬

মোঃএনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় কাজল কৃষ্ণ দাস (৫৫) নামের এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এতে শান্ত চন্দ্র মজুমদার (২০) নামের এক যুবককে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।

নিহত কাজল কৃষ্ণ দাস সুখচর ইউনিয়নের চর আমান উল্লা গ্রামের মৃত বসন্ত কুমার দাসের ছেলে। তিনি স্থানীয় ইন্দ্রেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

আটককৃত শান্ত মজুমদার (২০) একই গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।

নিহতের ছেলে প্রণতোষ দাস (২৮) বলেন, খোকন চন্দ্র মজুমদারে কাছ থেকে পাওনা টাকার জন্য রোববার বিকেল ৪টার দিকে তাদের বাড়ীতে যায় তার বাবা।

এসময় খোকনের ছেলে শান্ত মজুমদার তার বাবাকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে। পরে আহত অবস্থায় তিনি বাড়ীতে ফিরে এলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

রাত ২টার দিকে উনার শরীরের অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে কর্তব্যরত ডাক্তারগন মৃত ঘোষনা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অভিযোগের ভিত্তিতে শান্ত মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: