odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ধামরাইয়ে ৮বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

Biplob | প্রকাশিত: ২৭ May ২০২১ ০১:৪৮

Biplob
প্রকাশিত: ২৭ May ২০২১ ০১:৪৮

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ৮বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মমিন (১৮) নামের এক যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বাদি গাওয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গতকাল বিকালে ধামরাই থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

আটক মমিন উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদি গাওয়াইল এলাকার আয়নাল হকের ছেলে ।

ভুক্তভোগী ওই শিশুর বাবা বলেন, এর আগেও আমার শিশু কন্যার ওপর নির্যাতন চালায় মমিন। সেবার আমি ক্ষমা করে দিয়েছিলাম। তিন চার দিন আগেও এমন ঘটনা ঘটায়। আমি আজ জানতে পেরে আর ঠিক থাকতে পারি নি, থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। পরে রাতেই পুলিশ মমিনকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে তিনি জানান, আমাকে অনেকেই চাপ দিচ্ছেন আসামিকে ছাড়িয়ে আনার জন্য এবং মীমাংসা করার জন্যে। এর আগেও মমিন এই শিশুটি ধর্ষণ করেছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এ স আই) নজরুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: