odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

রাণীশংকৈল ৬৮ বছর বয়স্ক হতদরিদ্র অসুস্থ

Biplob | প্রকাশিত: ২৮ May ২০২১ ১৪:২৩

Biplob
প্রকাশিত: ২৮ May ২০২১ ১৪:২৩

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৭ মে বৃহস্পতিবার খিরু বেওয়া (৬৮) নামে এক হতদরিদ্র অসুস্থ বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করেছেন ইউএনও স্টিভ কবির।

খিরু বেওয়া উপজেলার ধুলঝাড়ি গ্রামের মৃত ধনজয় কুমারের স্ত্রী।
এদিন দুপুরে ইউএনও'র প্রতিনিধি হিসেবে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহেরুল ইসলাম অসুস্থ বৃদ্ধার বাড়িতে হুইল চেয়ারটি পৌছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈলের কৃতি সন্তান ও শহীদ সোহরাওয়ার্দী হল বাকৃবি'র ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাদিম আল মুন্না,
বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেসা মুজিব হল শাখা, বাকৃবি'র সাংগঠনিক সম্পাদক এ জেড এম বর্ণী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মি রুবন ও রাণীশংকৈল জাতীয় শিশু কিশোর পরিষদের ক্রীড়া সম্পাদক আল মাসুম পারভেজ।

হুইল চেয়ার পেয়ে সুবিধাভোগী খিরু বেওয়া ও তার ছেলে ইউএনও স্টিভ কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: