odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও বিডিআর সদস্য গোলাম সরোয়ার মোল্যা’র দাফন

Biplob | প্রকাশিত: ২৭ July ২০২১ ০৫:০৮

Biplob
প্রকাশিত: ২৭ July ২০২১ ০৫:০৮

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা, দ্বারিয়াপুর ইউনিয়ন মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বিডিআর এর অবসরপ্রাপ্ত হাবিলদার, বরেণ্য হা-ডু-ডু খেলোয়াড় গোলাম সরোয়ার মোল্যাকে রবিবার সকালে বরইচারা ঈদগাহ ময়দানে পুলিশ বাহিনী ও বিজিবি সদস্যদের সমন্বয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, বিজিবির পক্ষে ৫৮ বিজিবির নায়েক সুবেদার মোঃ সোহ্রাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর থানার এসআই জাফর আহম্মেদ, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম-আহবায়ক ও জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমাÐার মোল্যা নবুয়ত আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান, মহাসচিব শফিকুল ইসলাম বাবু, শ্রীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে স্ট্রোকজনিত কারণে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার সকাল ১১ টার দিকে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর । বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা,নাতী-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: