odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

নোয়াখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫৬ জনকে জরিমানা

Biplob | প্রকাশিত: ৭ August ২০২১ ০১:৩৩

Biplob
প্রকাশিত: ৭ August ২০২১ ০১:৩৩

নোয়াখালী প্রতিনিধিঃ চলমান লাকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় নোয়াখালীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫৬ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসাথে জনগণকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা ও ৩০০ মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউন কার্যকর করতে গত ৫ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি দল অভিযান চালায়। অভিযানকালে ৫৫টি মামলায় ৫৬ জনকে ৬৩ হাজার ৫০০টাকা অর্থদণ্ড এবং বিভন্ন ব্যক্তিকে সতর্ক করা হয়।

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। শহরের মাইজদী, দত্তের হাট, সোনাপুর, বেগমগঞ্জ চৌমুহনীসহ জেলা ৯ উপজেলায় একাধিক অভিযান চালানো হয় বলেও জানা গেছে।

এদিকে নোয়াখালীতে দিনদিন করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেগমগঞ্জের দুইজন, চাটখিলের একজন ও শহীদ ভুলু স্টেডিয়াম এলাকার এক বাসিন্দা রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে সবশেষ ৫৯০টি নমুনা পরীক্ষা করে ১৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩২ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬২, সুবর্ণচরে ৮, বেগমগঞ্জে ৩১, সোনাইমুড়ীতে ৩, চাটখিলে ২, সেনবাগে ৩, কোম্পানীগঞ্জে ৪৭ ও কবিরহাটের ১৪ জন রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৯৭৭জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ১৬০ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৬১৮ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা রোগী। এরমধ্যে ১০ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। হাসপাতালে ২৭ জন পুরুষ ও ৫৬ জন নারীসহ মোট ৮৩ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ১৫ জন রোগীর অবস্থা সংকাটাপন্ন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ আগস্ট) সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৬৪ জন।



আপনার মূল্যবান মতামত দিন: