odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬
আমাদের স্বাস্থ্য বিধিনিষেধ মানতে হবে

করোনায় আক্রান্ত বেড়েছে

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৮ November ২০২১ ০৯:০৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৮ November ২০২১ ০৯:০৮

 

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২১ : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েছে দশমিক ৩২ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ, যা আজ   বেড়ে হয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ করোনায় মারা গেছে ৬ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৬ জন। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছে। গতকাল এই রোগে ২ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং  সিলেট বিভাগে ৩ জন মারা গেছে।  তবে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৬৬ জন। গতকাল ২০ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৩ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ এবং গতকাল এ হার ছিল দশমিক ৯৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। গতকাল এখানে কেউ মারা যায়নি। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।



আপনার মূল্যবান মতামত দিন: