odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

দেশে করোনায় ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩৭

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৬ November ২০২১ ০৮:৪১

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৬ November ২০২১ ০৮:৪১

 

sharethis sharing button

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২১: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ৩ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৭০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ ঢাকা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, বরিশাল, সিলেট,  ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত  হয়ে কেউ মারা যায়নি। 
এদিকে, আজ ১৮ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৭ জন। গতকাল ২১ হাজার ২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮৪ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার কমেছে দশমিক ২৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন। তবে গতকাল কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল  এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৬০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৩ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।



আপনার মূল্যবান মতামত দিন: