odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ইতালিতে করোনার নতুন ধরন শনাক্ত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৯ November ২০২১ ০৪:১৯

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৯ November ২০২১ ০৪:১৯

 

রোম, ২৮ নভেম্বর, ২০২১: ইতালিতে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। দেশটি শনিবার এ কথা জানায়।
মোজাম্বিক থেকে সফর করে আসা এক ব্যক্তির শরীরে এ ধরনটি শনাক্ত হয়।
জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, মোজাম্বিক থেকে আসা ওই রোগীর নমুনা একটি শীর্ষ ল্যাবরোটরিতে পরীক্ষা করা হয়। তবে ওই রোগী এবং তার পরিবার ভালো আছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কামপানিয়ায় থাকা তার পরিবারের কোন সদস্য আক্রান্ত হয়েছে কিনা তা শিগগিরই দেখা হবে।
করোনার নতুন ধরন শনাক্তের পর ইতালি ইতোমধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর ভাইরাসে বিশ্বের যে কটি দেশ সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ইতালি তার একটি। দেশটিতে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এক লাখ ৩৩ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।
গত কয়েকদিন ধরে ইতালিতে দৈনিক ১০ হাজারেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: