odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

ওমিক্রন প্রতিরোধে বিমানবন্দর,সমুদ্রবন্দর ও সীমান্তবর্তী এলাকায় সতর্কতার আহ্বান উপাচার্যের

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৫ December ২০২১ ০৫:৪৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৫ December ২০২১ ০৫:৪৮

 

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২১ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ ওমিক্রন প্রতিরোধে বিমানবন্দর,সমুদ্রবন্দর ও সীমান্তবর্তী এলাকায় বিদেশ থেকে আগত যাত্রী সাধারণের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার  উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সভায় জনস্বার্থে এই আহবান জানান।
এসময় উপাচার্য করোনা ভাইরাসের আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেনোম সিকোয়েন্সিং করার জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে এবং ডেঙ্গু ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 
ওমিক্রনের স্যাম্পল পেলেই জেনোম সিকোয়েন্সিং শুরু করা হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বুস্টার ডোজ নিতে হবে কিনা এবিষয়ে চলমান গবেষণা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বুস্টার ডোজ নিতে হবে কিনা সে বিষয়ে শীঘ্রই জানানো হবে।
সভায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল,  নার্সিং অনুষদের  ডীন  অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: