odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

‘রাশিয়ার স্পুটনিক ভি বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন’

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১০ December ২০২১ ০৮:৫৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১০ December ২০২১ ০৮:৫৮

 

মস্কো, ৯ ডিসেম্বর, ২০২১: রাশিয়ার স্পুটনিক করোনাভাইরাস ভ্যাকসিন বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)এর সিইও কিরিল দিমিত্রিভ বৃহস্পতিবার ডেইলি ইসভেস্তিয়ায় এক সাক্ষাৎকারে একথা বলেন।
তিনি বলেন, “সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে, এটি সর্বোত্তম, সবচেয়ে কার্যকর এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন।”
উদাহরণ হিসেবে তিনি হাঙ্গেরিতে পরিচালিত একটি গবেষণার কথা উল্লেখ করে বলেন, স্পুটনিক ভি ভ্যাকসিনের কার্যকারিতা ৯৮ শতাংশ, এটি সব ভ্যাকসিনের মধ্যে সর্বোচ্চ কার্যকারিতা। এতে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর ক্ষেত্রে ভ্যাকসিন না নেওয়া লোকদের তুলনায় স্পুটনিক ভি নেয়া লোকের সুরক্ষা ১৩০ গুণ বৃদ্ধি পাবে। ৫ টি ভ্যাকসিন নিয়ে গবেষণায় দেখা যায় স্পুটনিক ভি সর্বোচ্চ সুরক্ষা দেয়।
তিনি আরো উল্লেখ করেন, স্পুটনিক ভি এর কার্যকারিতা অন্য ভ্যাকসিনের তুলনায় দীর্ঘস্থায়ী হয় এবং এটির পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। স্পুটনিক ভি নতুন করোনা ভেরিয়্যান্টের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর।
স্পুটনিক ভি ২০২০ সালের ২০ আগস্ট রাশিয়া নিবন্ধিত করে, এটিই প্রথম করোনার প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ভ্যাকসিন। বর্তমানে বিশ্বের ৭১টি দেশ এই ভ্যাকসিন ব্যবহার করছে।



আপনার মূল্যবান মতামত দিন: