odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বাংলাদেশে প্রথম দুইজনের মাঝে কোভিড-১৯ ওমিক্রন শনাক্ত

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১২ December ২০২১ ১০:১৯

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১২ December ২০২১ ১০:১৯

 

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২১  : বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরন কোভিড-১৯ ওমিক্রন পাওয়া যাওয়ার পর বাংলাদেশে আজ প্রথমবারের মত দুই জনের দেহে এটির সংক্রমণ নিশ্চিত হয়েছে। 
স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বাসসকে সন্ধ্যা জানান, বাংলাদেশের নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটারের দেহে কোভিড-১৯ ওমিক্রন ধরন পজিটিভ শনাক্ত হয়েছে। তারা (ক্রিকেটাররা) সম্প্রতি জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন। 
সংক্রমিত দুই ক্রিকেটারই নগরীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। তাদের একজনের বয়স ২১ বছর এবং অপরজনের বয়স ৩০ বছর। 
এ বছর ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা ওমিক্রন নামের একটি নতুন কোভিড-১৯ ধরন শনাক্ত করেন যা একাধিক মিউটেশনে হয়েছে। 
২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ঘোষণা করেছে, দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি আবিষ্কৃত কোভিড-১৯ এর প্রথম সনাক্ত বি.১.১.৫২৯ স্ট্রেন কোভিডের একটি উদ্বেগজনক ধরন হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: