odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে করোনায় মারা গেছে ৩ জন, আক্রান্ত আরও ২৯৫

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৫ December ২০২১ ০৭:১৬

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৫ December ২০২১ ০৭:১৬

 

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২১ : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩ জন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে দশমিক ৪৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ, আজ কমে হয়েছে ১ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২২ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৫ জন। গতকাল ২২ হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৮৫ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। গতকালও মারা গিয়েছিল ৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩২ জন। শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় কেউ করোনায় মারা যায়নি। 
আজ ঢাকা,  চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৪৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন: